দণ্ডপ্রাপ্ত আসামি দিপঙ্কর রায়, খোকন শেখ ও নুরুল ইসলাম

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ২০১৭ সালের শিক্ষক সমীরণ মজুমদার হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মহিদুজ্জামান এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো— দিপঙ্কর রায়, খোকন শেখ ও নুরুল ইসলাম শেখ। এ সময় আদালতের বিচারক উক্ত আসামিদের সমীরণের স্ত্রীকে আহত করার দায়ে প্রত্যেককে দশ বছর জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান বাদীপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন।

বাদীপক্ষের আইনজীবী খান মো. আলাউদ্দিন আরও বলেন, গত ২০১৭ সালের ২৩ মার্চ রাত ২টায় জেলার নাজিরপুর উপজেলার পশ্চিম বানিয়ারী স্কুলের সহকারী শিক্ষক সমীরণ মজুমদারের ঘরে সিঁদ কেটে ঢুকে ২ জন আসামি দরজা খুলে দেয়। পরে সমীরণকে টেনে-হিঁচড়ে বের করার সময় পাশের রুমে থাকা তার স্ত্রী স্বপ্না বসু ধস্তাধস্তির শব্দ পেয়ে বাইরে বের হয়।

এ সময় তাদের হাতে থাকা ধারাল অস্ত্র দিয়ে সমীরণের ঘারসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। স্ত্রী স্বপ্না বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। তাদের ডাকচিৎকারে লোকজন এসে আহতদের নাজিরপুর হেলথ কমপ্লেক্স ও পরে খুলনা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই সমীরণ মারা যায়। 

সমীরণের স্ত্রী স্বপ্না নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মোট ২৩ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য প্রদান করে।

উল্লেখ্য, এ মামলায় আসামি দিপংকর রায় ও নুরুল ইসলাম ম্যাজিস্ট্রেট আদালতে ঘটনার সত্যতা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

এমএসআর