কম্বলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি

‘শীতার্ত মানুষকে কম্বল দাও, গরিব মানুষকে বাঁচতে দাও’―এ স্লোগানে পঞ্চগড়ে কম্বলের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি পঞ্চগড় জেলা কমিটি।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের ধাক্কামারা গোলচত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

পঞ্চগড় ক্ষেতমজুর জেলা কমিটিসহ জেলার পাঁচটি উপজেলার ক্ষেতমজুর সমিতির কয়েক শতাধিক নারী ও পুরুষ সদস্য বিক্ষোভে অংশ নেন।

ক্ষেতমজুর পরিবারের সদস্যরা কম্বল বিতরণের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানকে স্মারকলিপিটি পাঠানো হয়েছে।

সাবিনা ইয়াসমিন, জেলা প্রশাসক

পরে পঞ্চগড় জেলা ক্ষেতমজুর কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম মিন্টুসহ সমিতির নেতারা কম্বলের জন্য জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনকে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অন্যদের মধ্যে সিপিবির সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য ফিরোজা খন্দকার চামেলী, সিপিবির দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাসান আলী, ক্ষেতমজুর সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি হুসনেয়ারা বেগম, বোদা উপজেলা শাখার সভাপতি রাম কিশোরসহ বিভিন্ন নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন স্মারকলিপির বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষেতমজুর পরিবারের সদস্যরা কম্বল বিতরণের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসানকে স্মারকলিপিটি পাঠানো হয়েছে।

এনএ