দর্শনা রেল বন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের বড় একটি চালান

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে ভারত থেকে আমদানি করা পেঁয়াজের বড় একটি চালান এসেছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে ভারতের গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে ১ হাজার ৬০০ মেট্রিক টন পেঁয়াজের বড় একটি চালান রেলযোগে প্রবেশ করে।

নতুন বছরে এই প্রথম ভাতর থেকে পেয়াজের বড় চালান দর্শনা বন্দরে আসে । 

বন্দর কর্তৃপক্ষ জানায়, ৪২ ওয়াগনে ভারত থেকে আমদানি করা ১৬শ মেট্রিক টন আসা পেঁয়াজ আসছে রেলযোগে। এর মধ্যে ৩০ ওয়াগন পেঁয়াজ যশোর জেলার নওয়াপাড়ায় নেয়া হয়। বাকি ১২ ওয়াগন পেঁয়াজ দর্শনা বন্দরেই খালাশ করে সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছানো হবে।

আমদানিকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম এখনও প্রকারভেদে ৩৫ থেকে ৪০ টাকা। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ ২০ থেকে ২৫ টাকার মধ্যে বিক্রি করতে পারব।

আমদানি করা এই পেঁয়াজ শিগগির দর্শনার গুদাম থেকে পাইকাররা নিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট।

দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি বলেন, মঙ্গলবার সকালে বছরের প্রথম পেঁয়াজের একটি বড় চালান ভারত থেকে দর্শনা বন্দরে প্রবেশ করল। চাহিদা মোতাবেক পর্যায়ক্রমে আরও পেঁয়াজ বাংলাদেশে আমদানি করা হবে। 

এমএসআর