বিএনপি-যুবদলের ২ নেতাকে মারধর করল বহিষ্কৃতরা
আহত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম
বগুড়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ তাহা উদ্দিন নাহিন ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে মারধর করেছে দলের বহিষ্কৃত নেতাকর্মীরা।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরের দিকে বগুড়া জজ কোর্ট এলাকার পূর্বদিকের রাস্তায় সার্কিট হাউজ রােডের ঘােড়া চত্বরের পাশে এই মারপিটের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বগুড়া জেলা বিএনপির নেতা আমিরুল ইসলাম ও রাফিউল ইসলাম রুবেল সাংবাদিকদের বলেন, মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে শেখ তাহা উদ্দিন নাহিন ও জাহাঙ্গীরের দেখা হয় যুবদল থেকে সদ্য বহিষ্কার হওয়া কয়েকজন নেতাকর্মীর। এ সময় দুদলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শুরু হয় হাতাহাতি।
হাতাহাতিতে গুরুতর আহত হন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম। একপর্যায়ে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পরিস্থিতি আপাতত শান্ত হয়।
বিজ্ঞাপন
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, আহত যুবদল নেতা জাহাঙ্গীর আলম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আশঙ্কামুক্ত রয়েছেন বলেও জানা গেছে।
বগুড়া সদর ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
এমএসআর