রাতের খাওয়া শেষে স্ত্রীকে ‘ঘুমিয়ে পড়ো’ বলে ঘরের বাইরে যান যুবক জুবাইদ ফকির (২৫)। পরে রাতে বাড়িতে না ফেরায় স্ত্রীসহ পরিবারের লোকজন সকালে তাকে খুঁজতে বের হন। একপর্যায়ে বাড়ির পেছনের একটি হিজলগাছে তার মরদেহ ঝুলতে দেখেন তারা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নেত্রকোনার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাহুরা গ্রামে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জুবাইদ ফকির মাহুরা গ্রামের রাশিদ ফকিরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান নিশ্চিত করে জানান, ঘটনার প্রকৃত কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এনএ