বরিশালে বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে ঘরে ফিরলেন শ্রমিকরা
টেক্সটাইল মিলের শ্রমিক-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
জেলা প্রশাসকের আশ্বাসে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন বরিশালের সোনারগাঁও টেক্সটাইল মিলের শ্রমিক-কর্মচারীরা। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে পূর্ব ঘোষণা অনুযায়ী কর্মসূচিতে যোগ দেন কারখানার ছয় শতাধিক শ্রমিক-কর্মচারী। এতে একাত্মতা পোষণ করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখা।
কর্মসূচি শুরু হওয়ার আগেই ওই এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করে কোতোয়ালি থানা। ওসি নুরুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনের সুবাদে তৃতীয় কোনো পক্ষ যেন অপ্রীতিকর কিছু না ঘটাতে পারে, সে জন্য পুলিশ সব সময়ে প্রস্তুত ছিল।
বিজ্ঞাপন
জেলা প্রশাসন শ্রমিকদের আশ্বস্ত করেছে ৩০ জানুয়ারির মধ্যে বেতন পরিশোধের ব্যবস্থা করবেন। শ্রমিকদের বেতন দেওয়ার সামর্থ্য না থাকলে কারখানা বিক্রি করে হলেও তা পরিশোধ করতে হবে।
ডা. মণীষা চক্রবর্তী, সদস্যসচিব, বাসদ বরিশাল জেলা শাখা
জানা যায়, পূর্ব ঘোষণা ছাড়াই আট মাস আগে উৎপাদনকারী প্রতিষ্ঠান সোনারগাঁও টেক্সটাইল মিলটি বন্ধ করে কর্তৃপক্ষ। কিন্তু ছয় শতাধিক শ্রমিক-কর্মচারীর বেতন পরিশোধ করেনি তারা। এ নিয়ে এর আগে ১৬ নভেম্বর সড়ক অবরোধ করেছিল সোনারগাঁও টেক্সটাইল মিল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। তখন বেতন পরিশোধের আশ্বাস প্রদান করায় অবরোধ তুলে নিয়েছিল।
বিজ্ঞাপন
কিন্তু আজ মঙ্গলবার সড়কে ভোগান্তি না বাড়িয়ে সোনারগাঁও টেক্সটাইল মিলের মূল ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। তিনি শ্রমিকদের আশ্বস্ত করেন বলে জানিয়েছেন সংগ্রাম পরিষদের সভাপতি বেল্লাল গাজী।
আন্দোলনে থাকা শ্রমিকরা বলেন, শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।
এ বিষয়ে বাসদ বরিশাল জেলা শাখার সদস্যসচিব ডা. মণীষা চক্রবর্তী বলেন, জেলা প্রশাসন শ্রমিকদের আশ্বস্ত করেছে ৩০ জানুয়ারির মধ্যে বেতন পরিশোধের ব্যবস্থা করবেন। শ্রমিকদের বেতন দেওয়ার সামর্থ্য না থাকলে কারখানা বিক্রি করে হলেও তা পরিশোধ করতে হবে।
জেলা প্রশাসন সব সময় শ্রমিকদের সঙ্গে আছে। ইতিমধ্যে জেলা প্রশাসক কারখানা কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কারখানা শ্রমিক-কর্মচারীরা যেন কোনো ধরনের আন্দোলন না করেন।
মুনিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা
এ সময় শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি বেল্লাল গাজীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সহসভাপতি হারুন শরীফ, মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, বাসদ বরিশাল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুম্মান, সদস্যসচিব ডা. মণীষা চক্রবর্তী, মানিক হাওলাদার, জাহাঙ্গীর হোসেন দিদার প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান ঢাকা পোস্টকে জানান, জেলা প্রশাসন সব সময় শ্রমিকদের সঙ্গে আছে। ইতিমধ্যে জেলা প্রশাসক কারখানা কর্তৃপক্ষকে সময় বেঁধে দিয়েছেন। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কারখানা শ্রমিক-কর্মচারীরা যেন কোনো ধরনের আন্দোলন না করেন, তার আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, পাওনা টাকার দাবিতে ইতিমধ্যে দীর্ঘ ৮ মাস সোনারগাঁও টেক্সটাইল মিল বন্ধ নিয়ে বরিশাল সিটি মেয়র, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। তবে আশ্বাস দিলেও কার্যত কোনো সুফল এখনো পাননি মানবেতর জীবনযাপনকারী শ্রমিকরা।
এনএ