সরকারের দেওয়া ঘর পাচ্ছেন গৃহহীনরা
ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় ৬১টি পরিবার মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন। উপজেলার হোসেনাবাদ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সরকারি জমিতে ভূমি ও গৃহহীন ৬১টি পরিবারের ঘর তৈরির কাজ শুরু হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান বলেন, আশ্রায়ণ প্রকল্প-২ এর আওতায় প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ ৭১ হাজার টাকা।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রকল্পের ঘরের নির্মাণকাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।
উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর ভাগ্য বদলে যাবে। তারা পাবে মাথা গোজার ঠাঁই। সরকারি খাস জমিতে গৃহ নির্মাণের কাজ শুরু করা হয়েছে।
বিজ্ঞাপন
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান সাকিব আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, ইউপি চেয়ারম্যান হাসেমুদ্দিন হাসু প্রমুখ।
এমএসআর