প্রাথমিকে ঝরে পড়া ১০ লাখ শিশু শিক্ষার আওতায়
ফরিদপুরে আউট চিলড্রেন অ্যাডুকেশন প্রোগ্রেস বিষয়ক অবহিতকরণ কর্মশালায় বক্তারা
দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীর হার ১৮.৮ শতাংশ। বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশুর হার প্রায় ২ শতাংশ। এই ২০.৮ শতাংশ শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এ জাতীয় ১০ লাখ শিশুকে চিহ্নিত করে করে এ কার্যক্রম পরিচালিত হবে।
ফরিদপুর জেলায় আউট চিলড্রেন অ্যাডুকেশন প্রোগ্রেস বিষয়ক অবহিতকরণ কর্মশালায় এ তথ্য জানানো হয়। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বলেন, দয়া করে কেউ ফেক ছাত্র, ফেক শিক্ষক আনবেন না। তাদের নামে কার্যক্রম পরিচালিত করবেন না। তাহলে সরকারের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। মিথ্যার আশ্রয় নিয়ে মহৎ উদ্যোগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না।
সভায় জানানো হয়, বিদ্যালয়ের ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার অঙ্গণে ফিরিয়ে এনে তাদের শিক্ষার মূলধারায় সংযুক্ত করাই এ কার্যক্রমের উদ্দেশ্য। এটি শুরু হয়েছে ২০১৮ সালের ১ জুলাই। শেষ হবে আগামী ২০৩০ সালের ৩০ জুন। সরকারি উদ্যোগে বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহ এ কার্যক্রম বাস্তবায়িত করবে। ফরিদপুরে এ কার্যক্রম পরিচালিত হবে ‘এসো জাতি গড়ি’ নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে।
বিজ্ঞাপন
সভায় আরও জানানো হয়, দেশে বর্তমানে প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার ১৮.৮ ভাগ। বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশুর হার প্রায় ২ শতাংশ। এই ২০.৮ শতাংশ শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে এ জাতীয় ১০ লাখ শিশুকে চিহ্নিত করে করে এ কার্যক্রম পরিচালিত হবে।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলী ও অধ্যাপক মো. শাহ্জাহান।
আলোচনায় অংশ নেন আউট অব স্কুল চিলড্রেন অ্যাডুকেশন প্রোগ্রামের ব্যবস্থাপক ড. মো. আবদুল কাইয়ূম, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ কাজী গোলাম মোস্তফা, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, জেলা উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক নিলুফার চৌধুরী, ‘এসো জাতি গড়ির’ নির্বাহী পরিচালক নাজমা বেগম, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মিনাক্ষী বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সাংবাদিক পান্না বালা, পিটিআইয়ের সুপার কুব্বাত আলম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্দ জয়নুল আবেদীন ও পথকলির বেলায়েত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এই কার্যক্রম বাস্তবায়ন করতে হলে শিক্ষক নিয়োগে যোগ্যদের নির্বাচিত করতে হবে। কারও চাপে নতি স্বীকার করা যাবে না। ঝরে পড়া শিক্ষার্থীদের আন্তরিকতার সঙ্গে শিক্ষার ভীতি কাটিয়ে তাদের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই।
এএম