চাঁদপুরের মতলব উত্তরে কোস্টগার্ড অভিযান চালিয়ে সাড়ে ১২ কোটি টাকা সমমূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। বুধবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ লঞ্চঘাট-সংলগ্ন বাজারে বিশেষ অভিযানে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

বুধবার (৪ আগস্ট) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ৩ দোকান ও ২ গোডাউন থেকে অবৈধ কারেন্ট জাল ও চাই জাল জব্দ করা হয়েছে। আনুমানিক ৩৫ লাখ মিটার নতুন কারেন্ট জাল ও ৪৫০ পিস চাই জব্দ করা হয়। আর জব্দকৃত অবৈধ কারেন্ট জালের মূল্য ১২ কোটি ৫০ লাখ টাকা এবং চায়না চাইয়ের মূল্য ১৫ লাখ ৭৫ হাজার টাকা।

কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেন বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপলা ও সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদের উপস্থিতিতে জব্দ জাল ও চাইগুলো আগুনে ধ্বংস করা হয়েছে। 

তিনি আরও বলেন, কোস্টগার্ড চাঁদপুরের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তা, বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ জাল দিয়ে মৎস্য আহরণ নিষিদ্ধকরণের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

শরীফুল ইসলাম/এমএসআর