‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উৎপাদনে যাবে রামপাল পাওয়ার প্ল্যান্ট’
অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আমরা প্রত্যাশা করি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে রামপাল পাওয়ার প্ল্যান্ট উৎপাদনে যাবে। পাওয়ার প্ল্যান্ট বহুমুখী সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং সহযোগিতা আরও বৃদ্ধি পাবে।
মুজিববর্ষ উদযাপনের অংশ হিসেবে বৃহস্পতিবার( ১৪ জানুয়ারি) সকালে রামপাল পাওয়ার প্ল্যান্টের উদ্যোগে রামপাল-মোংলার বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
তালুকদার আব্দুল খালেক বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে।
রামপাল পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক এসসি পান্ডের সভাপতিত্বে ও ব্যবস্থাপক (এইচআর) তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপ-প্রকল্প পরিচালক রেজাউল করিম, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মল্লিক সুধাংশু, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গাজী, সরদার আব্দুল হান্নান ডাবলু, নিখিল চন্দ্র রায়, তপন কুমার গোলদার প্রমুখ।
বিজ্ঞাপন
এদিন রামপাল ও মোংলা উপজেলার গৌরম্ভা, রাজনগর, হুড়কা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের প্রায় সাড়ে তিন হাজার দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
আরএআর