ব্রাহ্মণবাড়িয়ায় পুরোহিতের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ায় পুরোহিতের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক মন্দিরের পুরোহিতের স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পূর্ব পাইকপাড়া এলাকার একটি বাসায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকেন স্থানীয় এক মন্দিরের পুরোহিত। ওই বাসার ছাদে বসে প্রায়ই মাদক সেবন করতেন একই এলাকার সুবোধ দাসের ছেলে কালু দাস।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার দুপুরে পুরোহিতের স্ত্রী বাসার ছাদে কাপড় শুকাতে গেলে কালু দাস পেছন থেকে মুখে চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় পুরোহিতের স্ত্রী ধস্তাধস্তি করে কালুর কাছ থেকে পালিয়ে এসে চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হন। স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যান কালু দাস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১ নম্বর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) হাসান খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া করা হবে।
বিজ্ঞাপন
এএম