আব্দুল কাদের মির্জা

শেখ হাসিনা ভাতের অধিকার প্রতিষ্ঠিত করলেও ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেননি, নোয়াখালী বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র আব্দুল কাদের মির্জার শেষ নির্বাচনী পথসভায় তিনি এমন মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ বসুরহাট পৌরসভার নির্বাচনী শেষ প্রচারণায় পথসভা করেছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। বসুরহাট পৌর এলাকার রুপালী চত্বরে নির্বাচনী পথসভায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন প্রসঙ্গে এসব কথা বলেন।

বসুরহাট পৌর নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই, এ দেশে সুষ্ঠু ভোট সম্ভব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনা ভাতের অধিকার প্রতিষ্ঠিত করলেও, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেননি।

আবদুল কাদের মির্জা

কাদের মির্জা জানান, জেলার একজন সংসদ সদস্যের ছেলের নেতৃত্বে ফেনী জেলা থেকে ভোট উপলক্ষে বিপুল পরিমাণ অস্ত্র আনা হয়েছে। অবিলম্বে এসব অস্ত্রধারীকে গ্রেপ্তার করার জন্য তিনি প্রশাসনের প্রতি অনুরোধ করেছিলেন। কিন্তু প্রশাসন সে কথায় কর্ণপাত না করে সংসদ সদস্যের ছেলের কথায় উঠেছে আর বসেছে।

অভিযোগ করে কাদের মির্জা বলেন, তাকে ঠেকানোর জন্য ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী ও নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এক কোটি টাকা পাঠিয়েছেন। প্রত্যেক ভোটারকে টাকা দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তিনি আরও বলেন, বসুরহাট পৌর নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই, এ দেশে সুষ্ঠু ভোট সম্ভব। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ হাসিনা ভাতের অধিকার প্রতিষ্ঠিত করলেও, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারেননি।

ষড়যন্ত্র করে নির্বাচন কমিশনার সাহাদাত হোসেনকে বসুরহাটে আসতে দেওয়া হয়নি অভিযোগ করে কাদের মির্জা বলেন, কমিশনার হুঁশিয়ার করে বলেন, ১৬ জানুয়ারি ভোটে কোনো অনিয়ম হলে এর দায়দায়িত্ব নির্বাচন কমিশন ও ডিসি-এসপিকে নিতে হবে। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী গ্যাস না পাওয়ার ব্যাপারে ষড়যন্ত্র করেছেন। তিনি এ বিষয়ে বলেন, আগামী তিন মাসের মধ্যে এ উপজেলায় গ্যাস না দিলে জাতীয় গ্রিডে গ্যাস দিতে দেওয়া হবে না এবং কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সংসদ সদস্য নিক্সন চৌধুরী, নিজাম হাজারী, একরামুল করিম চৌধুরীসহ কয়েকজন সংসদ সদস্যকে উদ্দেশ করে তিনি বলেন, আপনাদের নৈতিক অবক্ষয় ঘটেছে। তিনি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে উদ্দেশ করে বলেন, তার দায়িত্বশীলতার অনেক ঘাটতি রয়েছে। তার এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়, এতে কি দায়িত্বশীলতার পরিচয় দেওয়া হয়েছে?

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল।

এনএ