সৈয়দপুর পৌরসভা (ফাইল ছবি)

নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। মেয়র পদে সতন্ত্র প্রার্থী ও পৌর মেয়র আমজাদ হোসেন সরকারের মৃত্যুর কারণে আগামী শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিতব্য নির্বাচনে মেয়র, সংরক্ষিত আসনে কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদের ভোট স্থগিত করা হয়।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

মেয়র পদে নির্বাচনে স্থগিতাদেশ দিয়ে ওই পত্রে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত  সংরক্ষিত আসনে কাউন্সিলর ও সাধারণ আসনে কাউন্সির পদে নির্বাচন স্থগিত থাকবে।

সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ্য, সৈয়দপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৫ জন, ১৫ ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে ৮৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমএসআর