ধর্ষণের পর ভাতিজির আত্মহত্যা, চাচার ৪০ বছর কারাদণ্ড
জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল
জয়পুরহাটে ধর্ষণের পর ভাতিজির আত্মহত্যার ঘটনায় করা মামলার রায়ে চাচাকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা সদর উপজেলার ভাদসা ইউনিয়নের হরিপুর উত্তরপাড়ার আবুল কালাম আজাদের ছেলে।
বিজ্ঞাপন
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ২ জুলাই দুপুর ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির বাইরে যায় ভাতিজি (১২)। এ সময় ভাতিজিকে ধর্ষণ করেন চাচা মাসুদ রানা।
তখন ভাতিজির চিৎকারে মাসুদ পালিয়ে যান। লজ্জায় ওই দিন বিকেলে সবার অজান্তে নিজ বাড়িতে কীটনাশক পানে আত্মহত্যা করে ভাতিজি। পরদিন ৩ জুলাই তার বাবা বাদী হয়ে জয়পুরহাট থানায় মামলা করেন।
বিজ্ঞাপন
ওই বছরের ১৮ নভেম্বর মাসুদ রানাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানির পর আদালতের বিচারক এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাটের আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, দীর্ঘ নয় বছর পর এ মামলার রায় হলো। মামলার রায়ে চাচাকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
এএম