সেই মায়ের আবদার পূরণ করলেন নওগাঁর ডিসি
হুইলচেয়ারে প্রতিবন্ধী রতন সাহা
নওগাঁর বদলগাছীর শারীরিক প্রতিবন্ধী রতন সাহা অবশেষে পেল হুইল চেয়ার। ‘প্রতিবন্ধী সন্তানের জন্য একটি হুইলচেয়ার চাইলেন বৃদ্ধা মা।’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি পোস্ট জেলা প্রশাসকের নজরে আসে। এরপর রতন সাহাকে একটি হুইলচেয়ার দেন তিনি।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় এ হুইলচেয়ারের সঙ্গে আর্থিক সহযোগিতাও প্রদান করেন।
বিজ্ঞাপন
রতন সাহা জন্মগতভাবে প্রতিবন্ধী। জন্মগতভাবেই তার দুই পায়ের পাতা ও ডান হাতের তিনটি আঙুল নেই। অভাব-অনাটনে চলে রতনের পরিবার। প্রতিনিয়তই কষ্টে চলে জীবন। এমন অসহায় জীবনযাপন করা এই প্রতিবন্ধীর পাশে এর আগে এগিয়ে আসেনি কেউ।
জীবনযুদ্ধে কষ্ট মেনে দুই পায়ের পাতা ও ডান হাতের তিনটি আঙুলছাড়াই চলাফেরা করতেন তিনি। ১১ জানুয়ারি ফেসবুকের পোস্টে হুইলচেয়ারের সহযোগিতা চাওয়ার সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক ওই প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার ও নগদ আর্থিক সহযোগিতা করেন।
বিজ্ঞাপন
রতনের মা বলেন, এই হুইলচেয়ার ছাড়া আমার ছেলেটি দীর্ঘদিন ধরে কষ্ট করেছে। টাকার অভাবে একটা হুইলচেয়ার কিনে দিতে পারিনি। এই হুইলচেয়ার, নগদ টাকা ও স্যারদের ব্যবহারে আমার ছেলে অনেক আনন্দ পেয়েছে। তাই এই চেয়ার দেয়ার জন্য যারা কষ্ট করছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশীদ বলেন, রতন সাহা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তবে বর্তমানে তার হুইল চেয়ার নেই, সেই তথ্যটি আমরা জানতে পারিনি। এমনকি তার পরিবারের পক্ষ থেকেও আমাদের জানানো হয়নি। ফলে হুইলচেয়ার দেওয়া সম্ভব হয়নি। আমরা ফেসবুকে পোস্টের মাধ্যমে জেনেছি হুইলচেয়ারের অভাবে তার চলাচল করতে অসুবিধা হয়। সে কারণে দেরি না করেই আমরা দ্রুত খোঁজখবর নিয়ে হুইলচেয়ার প্রদান করেছি।
এমএসআর