২০০ গজে ছড়িয়ে-ছিটিয়ে আছে নারীর টুকরো টুকরো লাশ
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রেললাইনের ২০০ গজজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে ওই নারীর টুকরো টুকরো লাশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামের ময়মনসিংহ-ভৈরব রেললাইনে ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র জানায়, আঠারবাড়ি রেল স্টেশনের আওতায় রেললাইনের পাশে বৃহস্পতিবার সকালে এক নারীর খণ্ড-বিখণ্ড লাশ দেখতে পায় এলাকাবাসী। স্থানীয়রা পুলিশকে খবর দিলে প্রায় তিন ঘণ্টা পর জিআরপি থানা পুলিশ এসে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশের টুকরো ব্যাগে ভরে নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, সকালে ফসলি জমি দেখতে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলাম। এ সময় দেখতে পাই রেললাইনের পাশে চুড়ি পরা খণ্ডিত একটি হাত পড়ে আছে। যাওয়ার পথে প্রায় ২০০ গজজুড়ে মাথার খুলি বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। রেললাইনের অপরপাশে একজোড়া জুতা, দুই পা, ছেঁড়া কাপড় ও বোরকা পড়ে আছে।
বিজ্ঞাপন
স্থানীয়দের ধারণা, চলন্ত ট্রেন থেকে ওই নারীকে ফেলে হত্যা করা হতে পারে। যে কারণে রেললাইনে কাটা পড়া নারীর হাত-পা ও মাথা দুই গজ পর্যন্ত ছড়িয় ছিটিয়ে ছিল।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, খবর পেয়ে খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়। পরে সেই মরদেহ মর্গে পাঠানো হয়। তবে ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।
এএম