রাজশাহীর আড়ানী পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ঘন কুয়াশা, হিমেল হাওয়া আর হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভিড় করছেন ভোটাররা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য থেকে জানা যায়-
 
নেত্রকোনার কেন্দুয়া এবং মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নারী ভোটারের উপস্থিতি বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

রাজশাহীতে শুরুর দিকে ভোটারদের উপস্থিতি কিছুটা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। সকাল ১০টা পর্যন্ত তিন পৌরসভার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট কেন্দ্রের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করেছের আইনশৃঙ্খলা বাহিনী।

বান্দরবানে লামা পৌরসভায় উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মতো। 

সিরাজগঞ্জে কুয়াশা উপেক্ষা করে কঠোর নিরাপত্তা বলয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এখানে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের সংখ্যা লক্ষ্য করার মতো। সিরাজগঞ্জের ৫ পৌরসভার ১২০টির মধ্যে ৭৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্থানীয় প্রশাসন। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ২৬টি।

এদিকে, নাটোরের নলডাঙ্গায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্বাস আলী নান্নুর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া ফেনীর দাগনভূঞায় একটি ভোটকেন্দ্রে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনসার সদস্যসহ তিনজন আহত হয়েছেন। 

এসপি