ককটেল বিস্ফোরণের পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

ফেনীর দাগনভূঞা পৌর নির্বাচনে ভোটকেন্দ্রে দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনসার সদস্যসহ আহত হয়েছেন তিনজন। শনিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গনিপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যের নাম আরিফুল। এছাড়া ভোটকেন্দ্রের অদূরে তারেক হোসেন ও সুজন নামে আরও দুজন আহত হয়েছেন।

টেবিল ল্যাম্প প্রতীকের প্রার্থী কামরুল ইসলাম ক্লাইব জানান, তাকে অবরুদ্ধ করে রেখেছিল উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। তিনি বলেন, এভাবে কোনো নির্বাচন সম্ভব না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, সাংসদের কাছে এ ঘটনার বিচার চাই।

জিয়াউল হক নামে আরেক প্রার্থী জানান, এ কেন্দ্রের আশপাশে অস্ত্রের মহড়া চলছে।

কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়। তবে ধারণা করা হচ্ছে, পাশের ভবন থেকে ককটেলগুলো ছোড়া হয়েছে।

প্রিজাইডিং অফিসার গোফরান উদ্দিন বলেন, কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলেও ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন।

এসপি