বিএনপির এজেন্টদের কেন্দ্রে থেকে বের করে দেওয়ার অভিযোগ
নাটোরের নলডাঙ্গা পৌরসভায় ভোটগ্রহণ চলছে
নাটোরের নলডাঙ্গায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আব্বাস আলী নান্নুর এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে (১৬ জানুয়ারি) পৌর এলাকার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বিএনপির প্রার্থীর দুই এজেন্টকে বের করে দেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কর্মী-সমর্থকরা।
বিএনপির মেয়র প্রার্থী আব্বাস আলী নান্নু অভিযোগ করে বলেন, সকালে আমার এজেন্ট সাজুসহ দুই এজেন্টকে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়। এতে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মনিরুজ্জামান মনির বলেন, আমার বিজয় নিশ্চিত জেনে বিএনপি মনোনীত প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
এ বিষয়ে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আনসারী বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন।
নলডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার জানা মতে এ রকম কোনো ঘটনা ঘটেনি। কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। প্রশাসন সর্বক্ষণিক প্রতিটি কেন্দ্রে নজরদারি করছে।
আরএআর