বিয়ের ৭ দিনের মাথায় যুবক লাশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ের সাত দিনের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
শফিকুল ইসলাম উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর (শালমারা) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আবু শামা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জানা গেছে, শফিকুল ইসলামের বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনের ওপর একটি বাঁশ হেলে পড়ে। বুধবার সন্ধ্যার দিকে বিদ্যুৎ চলে গেলে শফিকুল হেলে পড়া ওই বাঁশ কাটতে শুরু করেন। এ সময় পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু হলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান শফিকুল।
শফিকুল এক সপ্তাহ আগে একই গ্রামের আব্দুল হালিমের মেয়ে বীণা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
জানতে চাইলে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির ভূরুঙ্গামারী জোনাল অফিসের ডিজিএম কাওসার আলী বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মারা গেছে কি না তা জানা নেই। বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর বাঁশ পড়ে থাকলে লাইনে বিদ্যুৎ থাকার কথা নয়।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনা শোনা মাত্র সেখানে পুলিশ পাঠিয়েছি।
জুয়েল রানা/এসপি