পাবনায় আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা
নিহত বকুল হোসেন শেখ
পাবনায় অটোরিকশার গ্যারেজ দেয়াকে কেন্দ্র করে বকুল হোসেন শেখ (৪৩) নামে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার (১২ ডিসেম্বর) রাতে সদর থানায় বকুলের মা জহুরা খাতুন বাদী হয়ে এ মামলা করেন। নিহত বকুল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ রামচন্দ্রপুরের দুলাল শেখের ছেলে। ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বকুল সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
বিজ্ঞাপন
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, শনিবার রাত ৯টার দিকে নিহতের পরিবার মামলা করেছে। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়েছেন। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।
এলাকায় আধিপত্য ও চাঁদা নিয়ে মকসেদ আলীর সঙ্গে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল বকুল মেম্বারের। এরপর শহরের অনন্ত মোড়ের সিএনজি-অটোরিকশায় চাঁদা আদায়ের বিপক্ষে অবস্থান নেন বকুল। মোড়ে যাতে যাটজট সৃষ্টি না হয় সেজন্য গ্যারেজ স্থানান্তরের কথা বলেন বকুল মেম্বার। সেটাই হলো কাল হলো তার। শুক্রবার সন্ধ্যায় অনন্তবাজারে বকুল মেম্বারকে কুপিয়ে হত্যা করে মকসেদ বাহিনী।
বিজ্ঞাপন
এএম