ফাইল ছবি

বগুড়ার শিবগঞ্জে জমিজমা নিয়ে বিরোধে চাচার হাতে মাহতাব আলী (১৬) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত মাহতাব আলী উপজেলার দেউলি ইউনিয়নের মধুপুর গ্রামের জিয়াউল হকের ছেলে ও স্থানীয় রহবল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির  ছাত্র।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান জানান, রাত ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহাল রিপোর্টে খুনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

শিবগঞ্জ থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার দেউলী ইউনিয়নের কৃষ্ণপুর (মধুপুর) গ্রামে চাচা সাইফুল তার ভাতিজা মাহতাব আলীকে মারধর করেন। আহত অবস্থায় মাহতাবকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ জানুয়ারি) বিকেলে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে নিহতের আরেক চাচা দুলা ফকির বলেন, আমার ছোট ভাই সাইফুল আমাকেও মেরে ফেলবে বলে হুমকি-ধমকি দিচ্ছে। তার দখলকৃত ৪ শতক জমির কাগজপত্র দেখতে চাওয়ায় আমার ভাতিজাকে মারপিট করে হত্যা করেছে সাইফুল ও তার লোকজন।

ওসি এসএম বদিউজ্জামান বলেন, মারধরের কারণে মাহতাবের মৃত্যু হয়েছে, যা সুরতহাল রিপোর্টে এসেছে। 

আরএআর