ফাইল ছবি 

লালমনিরহাটের কালীগঞ্জে স্বামীর ওপর অভিমান করে লাইসমিন আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। এ ঘটনার পর থেকে স্বামী আইরুল ইসলাম পলাতক রয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপাল রায়ে এ ঘটনা ঘটে।

লাইসমিন আক্তার তুষভান্ডার ইউনিয়নের কাকিনা হল এলাকার হাদিল উদ্দিনের মেয়ে। আইরুল ইসলাম কাকিনা ইউনিয়নের গোপাল রায় এলাকার আব্দুল আলীর ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছয় মাস আগে লাইসমিন আক্তারের সঙ্গে আইরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর অভাবের তাড়নায় আইরুল বগুড়ায় কাজের সন্ধানে চলে যায়। পরে কাজ না পেয়ে আবার বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ফিরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিন স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লাগত। 

সোমবার দুপুরে আবারও কাজের সন্ধানে ঢাকা যাওয়ার কথা স্ত্রীকে জানায় আইরুল। এ সময় স্বামীর ওপর অভিমান করে স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দেয়। পরে রাত সাড়ে ৮টার দিকে প্রতিবন্ধী শ্বশুর-শাশুড়ি ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে স্থানীয়রা দরজা ভেঙে দেখতে পান লাইসমিন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয়রা কালীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে মরদেহটি স্থানীয়রা নামিয়ে রাখেন। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

ওই ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) আতাউজ্জামান রঞ্জু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবেন।  

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট মর্গে পাঠানো হবে। তবে কী কারণে আত্মহত্যা করেছে তা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এটি হত্যা নাকি আত্মহত্যা।

এসপি