৩ মণ মিষ্টিতে দেওয়া হলো কেরোসিন
৩ মণ মিষ্টি ও আড়াই মণ দধি কেরোসিন ঢেলে বিনষ্ট করা হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে মিষ্টির দোকানে অভিযান চালিয়ে তিন মণ মিষ্টি ও আড়াই মণ দধি কেরোসিন ঢেলে বিনষ্ট করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিএসটিআই, নিরাপদ খাদ্য অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে এসব মিষ্টি বিনষ্ট করে।
অভিযানে নেতৃত্বদেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল হোসেন। অভিযানে দুইটি হোটেলের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে বিএসটিআই।
বিজ্ঞাপন
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তফা কামাল হোসেন জানান, উপজেলার গৃদকালিন্দিয়া বাজারের আজিজিয়া ও ইসলামিয়া হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যের প্যাকেটের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় পৃথক দুটি মামলা করা হয়েছে। এছাড়া আজিজিয়া ও ইসলামিয়া হোটেলের প্রায় তিন মণ মিষ্টি ও আড়াই মণ দধি কেরোসিন তেল ঢেলে বিনষ্ট করা হয়।
জেলা মার্কেটিং অফিসার এনএম রেজাউল ইসলাম বলেন, চাঁদপুরে প্রতিনিয়ত আমরা বাজার মনিটরিং করে থাকি। শুধু তাই নয়, ক্রেতারা যাতে স্বাস্থ্যকর এবং ভেজালমুক্ত খাবার পায় এ জন্য বাজারগুলোতে আমাদের নজরদারি থাকে।
বিজ্ঞাপন
অভিযানে বিএসটিআই কর্মকর্তা শহিদুল ইসলাম, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা আনিছুর রহমান ও ফরিদগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন উপস্থিত ছিলেন।
আরএআর