ইমামকে জুতাপেটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় মুসল্লিরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া গ্রামে রফিকুল ইসলাম রফিক (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের ইমামকে জুতাপেটা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় মুসল্লিরা। এর আগে  গত শনিবার (১৬ জানুয়ারি) এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত রফিকুল ইসলাম রফিক চকপাড়া গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে। তিনি মাওনা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

ভুক্তভোগী মুফতি আব্দুল মজিদ (৩২) শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নিজপাড়া গ্রামের মো. জাকির হোসেনের ছেলে। তিনি ওই এলাকার ফাইজুল ইসলাম স্বপনের বাড়িতে ভাড়া থেকে উত্তর চকপাড়া বাইতুন নুর জামে মসজিদে ইমামতি করার পাশাপাশি মারকাযু সুন্নাতিন্নাবী (সা.) বাংলাদেশ নামে একটি মাদরাসায় শিক্ষকতা করেন।

মুফতি আব্দুল মজিদ জানান, আওয়ামী লীগ নেতা রফিকের পাশের কক্ষেই তিনি পরিবারসহ স্বপনের বাড়িতে ভাড়া থাকেন। গত শুক্রবার (১৫ জানুয়ারি) রাত ১১টার দিকে স্থানীয় এক মিলাদ মাহফিলের জন্য গরু জবাই করতে তাকে ডাকেন রফিক। এ সময় ঘুমিয়ে থাকায় তার উঠতে কিছুটা দেরি হওয়ায় পাশের রুমে থাকা রফিক তাকে অকথ্য ভাষায় গালিগালি করতে থাকেন। একপর্যায়ে তাকে মারধরসহ জুতা দিয়ে পেটান। 

এ ব্যাপারে অভিযুক্ত রফিকুল ইসলাম রফিক বলেন, হুজুরের সঙ্গে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। তা আমরা দুজনেই সমাধান করে ফেলেছি।

উত্তর চকপাড়া বাইতুন নুর জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু সায়েম জানান, ইমামকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় থানায় অভিযোগ জমা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

আরএআর