চারবার কাউন্সিলর হলেন সাংবাদিক নিমাই ঘোষ
সাংবাদিক নিমাই ঘোষ
সাংবাদিক নিমাই ঘোষ টানা চতুর্থবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) বগুড়ার শেরপুর পৌর নির্বাচনে তিনি কাউন্সিলর নির্বাচিত হন।
পৌর নির্বাচনে বিজয়ী হওয়ায় শেরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সাংবাদিক নিমাই ঘোষ সমকাল ও স্থানীয় দৈনিক করতোয়ার শেরপুর প্রতিনিধি হয়ে কাজ করছেন।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শনিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত ওই পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে আরও ছয়জন হেভিওয়েট প্রার্থীর সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। শেরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৫৩৩ জন। যার মধ্যে ১ হাজার ৯৮৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পাঞ্জাবি প্রতীক নিয়ে সাংবাদিক নিমাই ঘোষ ৭৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীক নিয়ে মিজানুর রহমান মিঠু পেয়েছেন ৭০২ ভোট। ভোটগ্রহণের পর গণনা শেষে রাত ৯টার দিকে শেরপুর ডিজে হাইস্কুল ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণা হওয়ায় টানা চতুর্থবারের মতো জয়ী হন সাংবাদিক নিমাই ঘোষ। ২০০৪ সালে শেরপুর পৌরসভা নির্বাচনে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন তিনি। এরপর ২০১১, ২০১৫ এবং সর্বশেষ ২০২১ সালে পৌরসভা নিবাচনে কাউন্সিলর নির্বাচিত হলেন তিনি।
বিজ্ঞাপন
শেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক নিমাই ঘোষকে প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সাংবাদিক নিমাই ঘোষ বলেন, মানুষের আস্থা থাকায় তারা আমাকে বার বার নির্বাচিত করেছেন। অর্থবিত্তের বলয় থেকে বেরিয়ে মানুষের ভালবাসায় জয় হয়েছে।
এসপি