দুর্ঘটনাকবলিত ট্রাক ও রিকশা

গোপালগঞ্জে মাছ বোঝাই ট্রা‌কের ধাক্কায় রিকশা আ‌রোহী দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের মান্দার তলা এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।                               

নিহত‌দের ম‌ধ্যে একজ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে। তার নাম রিয়াজুল শেখ (১৭)। সে সদর উপ‌জেলার পারকুশ‌লি গ্রা‌মের বাবলু শেখের ছে‌লে।                      

গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুল ইসলাম বলেন, খুলনা থে‌কে ছেড়ে আসা ঢাকাগামী এক‌টি মাছ বোঝাই ট্রাক মান্দার তলা এলাকায় এক‌টি রিকশা‌কে চাপা দি‌য়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে রাস্তার ওপর উ‌ল্টে যায়। মারাত্মক আহত‌দের‌ উদ্ধার করে সদর হাসপাতা‌লে নেওয়া হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌দের‌ মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। 

এসপি