ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু
ফাইল ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে কেসমত শেখ (৩৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার নলিয়াগ্রাম রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কেসমত শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের স্বর্পবেতেঙ্গা গ্রামের মৃত আসমত শেখের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, সকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সেপ্রেস বালিয়াকান্দি নলিয়াগ্রাম রেলস্টেশন এলাকায় পৌঁছালে কেসমত শেখ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শঙ্কর বিশ্বাস বলেন, নিহতের ঘটনা জানার পর বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
বিজ্ঞাপন
এসপি