ফাইল ছবি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা (৭০) ও মো. জসু মিয়া (৬৫) নামে দুইজন নিহত হয়েছেন। বুধবার (২০ জানুয়ারি) ভোরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গোলাম মোস্তফা বড়িকান্দি গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল বারেকের ছেলে ও জসু মিয়া মৃত সাঈদ উদ্দিনের ছেলে। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা।

নবীনগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ বলেন, ভোর আনুমানিক সোয়া ৪টার দিকে গোলাম মোস্তফার একটি টিনের ঘরে বৈদ্যুতিক মিটার থেকে আগুন লাগে। তবে আগুন লাগা ঘরে তখন কেউ ছিলেন না। গোলাম মোস্তফা ঘরে আগুন লেগেছে দেখে ঘরের কাছে গেলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় গেলাম মোস্তফাকে তার স্ত্রী রাশেদা বেগম মাটিতে পড়ে থাকতে দেখে ভাতিজা জসু মিয়াকে ডেকে আনেন। জসু মিয়া চাচাকে মাটি থেকে উঠাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

বড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার পারভেজ বলেন, আগুন লাগা ঘরটিতে গোলাম মোস্তফার ছেলে তার স্ত্রীকে নিয়ে থাকতেন। ওই ছেলে গাজীপুরের টঙ্গীতে ফলের ব্যবসা করেন। খবর পেয়ে সকালে আমি ঘটনাস্থলে গিয়েছি। বৈদ্যুতিক মিটার থেকে বিচ্ছিন্ন হয়ে একটি তার মাটিতে পড়েছিল। সেই তারের মাধ্যমেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।

এসপি