৭১ করোনাযোদ্ধাকে সম্মাননা
শ্রীপুর উপজেলায় করোনা মোকাবিলায় অবদান রাখায় ৭১ জন স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা
মাগুরার শ্রীপুর উপজেলায় করোনা মোকাবিলায় অবদান রাখায় ৭১ জন স্বেচ্ছাসেবককে বিশেষ সম্মাননা দিয়েছে আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থা।
বুধবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার স্থানীয় খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে তাদের এ সম্মাননা দেওয়া হয়। প্রবাসী রফিকুল হক মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সংবর্ধনা ও ক্রেস্ট তাদের হাতে তুলে দেন।
বিজ্ঞাপন
আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দ জানান, এক বছর ধরে শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও কৃষকসহ বিভিন্ন পেশার স্বেচ্ছাসেবকরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবিলায় অবদান রাখছেন। তারা ছুটে গেছেন অনাহারে থাকা লোকদের বাড়িতে। তাদের হাতে খাবার তুলে দিয়েছেন। অসহায় ও দুস্থদের বিনামূল্যে ওষুধ দিয়ে সেবা করেছেন তারা।
সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল বলেন, করোনা সংক্রমণের শুরুতে মানুষ যখন গৃহবন্দি তখন অনেকে মানবেতর জীবনযাপন করেছেন। ওই সময় মহান মুক্তিযুদ্ধের বছর ১৯৭১ সালের স্মরণে ৭১ জন স্বেচ্ছাসেবক নিয়ে করোনা যুদ্ধ শুরু করি। এ সময় সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আমাদের কাজে সহায়তা করেন। প্রবাসী রফিকুল হক মিয়াসহ অনেকে আমাদের মানুষের দুঃখ-দুর্দশার কথা মনে রেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সে সহায়তা আমরা উপজেলার দুস্থ অসহায় মানুষের কাছে পৌঁছে দিয়েছি। করোনা পরিস্থিতিতে ১০ লাখ টাকার খাদ্য, বস্ত্র, বই-খাতাসহ চিকিৎসাসামগ্রী পৌঁছে দিয়েছি আমরা। এ ধরনের মানবসেবা এখনও চলমান।
বিজ্ঞাপন
সম্মাননা পাওয়া স্বেচ্ছাসেবক সৈয়দ তাসিন জামান বলেন, মানবসেবার চেয়ে বড় কিছু নেই। করোনা মহামারিতে মানুষের সেবা করতে পেরেছি- এটা আনন্দের, প্রশান্তির। আজ সংবর্ধনা পেয়ে খুব ভালো লাগছে আমার।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খামারপাড়া মাদরাসার অধ্যক্ষ মফিকুর রহমান, খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল ও সাংবাদিক আবু বাশার আখন্দ।
এএম