একসঙ্গে শীতবস্ত্র পেলেন তিন হাজার শীতার্ত
কোটালীপাড়ায় তিন হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় অগ্রণী ব্যাংকের পরিচালক খোন্দকার মঞ্জুরুল হক লাবলুর উদ্যোগে তিন হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন শীতার্তরা।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা অডিটরিয়ামে শীতার্ত এসব মানুষের হাতে কম্বল তুলে দেন অগ্রণী ব্যাংকের পরিচালক খোন্দকার মঞ্জুরুল হক লাবলু।
বিজ্ঞাপন
এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা মুত্তাহিদুর রহমান।
বিজ্ঞাপন
এএম