দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস

বান্দরবানে ট্রাকের ধাক্কায় মাইক্রোবাসে আগুন লেগে ছয় পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- আনোয়ার, ওমর ফারুক, সামিয়া, নিয়াজ, মেহেদী ও মাসুদ। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। 

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যায় মাইক্রোবাসে করে ওই ছয় পর্যটক চট্টগ্রামের হালিশহর থেকে বান্দরবান আসছিলেন। পথে বান্দরবান বাস স্টেশন এলাকায় পাথর বোঝাই একটি ট্রাক মাইক্রোবাসটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ ঘটনায় আহত ছয় পর্যটককে উদ্ধার করে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মাইক্রোবাসের আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি বলেন, ঘটনার পর গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরএআর