নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদ্যুতের তার ছিঁড়ে ঝুপড়ি ঘরে পড়ে আগুন লেগে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জ ইউনিয়নের পূর্বাচলের ১১ নম্বর সেক্টরের কুমারটেক এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- ওই এলাকার মাছুম (৪০), তার স্ত্রী সীমা (৩২), দুই ছেলে রাসেল (১৭) ও রহমতউল্লাহ (১০)। এদের মধ্যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। সীমা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, রাত পৌনে ৯টার দিকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার স্টেশনের কাছে কুমারটেক এলাকায় ডেসকোর তার ছিঁড়ে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের লাইনের ওপর গিয়ে পড়ে যায়। এতে ওই লাইনের নিচে বসবাস করা মাছুম মিয়ার ঘরে মুহূর্তেই আগুন লেগে যায়। এ সময় মাছুম ও তার দুই প্রতিবন্ধী শিশু সন্তান ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ২০ মিনিটের মধ্যে আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঘর থেকে মাছুমের স্ত্রী সীমাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদের বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঝুপড়ি ঘরে লাগা অগ্নিকাণ্ডে দগ্ধ শিশুসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুশরাত জাহান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে- ডেসকোর হাই ভোল্টেজের তার ছিঁড়ে পল্লী বিদ্যুতের তারের ওপর পড়ে। সেখান থেকে তারগুলো ঘরের চালে পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে৷

আরএআর