শরীয়তপুর-চাঁদপুর রুটেও ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি
কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।
শনিবার (২৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে বিআইডব্লিউটিসি হরিনাথপুর ঘাটের ম্যানেজার আব্দুল মোমেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাতে হালকা কুয়াশা ছিল। এ সসয় অল্প কিছু ফেরি চলাচল করে। কিন্তু ভোর ৪টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কোনো ফেরিতে দিকনির্দেশামূলক আলোর ব্যবস্থা নেই। পাড়ে বেশ কিছু গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে।
বিজ্ঞাপন
ঘাট পারাপারের অপেক্ষায় থাকা দিদার বাসের যাত্রী আবুল কালাম বলেন, আমি খুলনা থেকে আসছি। যাব ফেনীতে। কিন্তু কুয়াশার কারণে ভোর থেকে অপেক্ষা করছি। কুয়াশার ঘনত্ব বেশি, কখন ছাড়বে তা ঠিক করে বলতে পারছি না।
কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান বিআইডব্লিউটিসি হরিনাথপুর ঘাটের ম্যানেজার আব্দুল মোমেন।
বিজ্ঞাপন
এসপি