‘কোনো কেন্দ্রে যেন বিএনপি পাস না করে’
সমাবেশে বক্তব্য দেন এমপি নাহিম রাজ্জাক
শরীয়তপুর-৩ আসনের (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) সংসদ সদস্য (এমপি) নাহিম রাজ্জাক বলেছেন, নৌকা মার্কা হচ্ছে জনগণের মার্কা, স্বাধীনতার মার্কা। এই নৌকার কোনো আপস নেই। দলে দ্বিমত থাকতে পারে, কিন্তু নৌকায় নেই। আমরা ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে কাজ করব।
শুক্রবার (২২ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাসভবনের সামনে ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
নাহিম রাজ্জাক বলেন, একটা কথা সাফ বলে দেই- কোনো কেন্দ্রে যেন বিএনপি পাস না করে। কারণ তারা এলাকার কাজ করেনি, কিন্তু আমরা করছি। তবে কোনো সংঘর্ষ হবে না। যা হবে ব্যালটে। নির্বাচন সুষ্ঠু হবে।
তিনি আরও বলেন, আজ দেশ ঐক্যবদ্ধ। কোনো অপশক্তি শেখ হাসিনা ও নৌকার কাছে টিকবে না। দেশ এখন উন্নয়নের রোল মডেল। বেশি দিন বাকি নাই আমরা পদ্মা সেতুতে উঠবো। এটা শেখ হাসিনার সাহসে তৈরি।
বিজ্ঞাপন
ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দলীয় মেয়র প্রার্থী মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে শরীয়তপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র পারভেজ মাহমুদ জন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু, পৌর মেয়র হুমায়ূন কবির বাচ্চু, উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএআর