ইকবাল জাফর শরীফ (ফাইল ছবি)

রাজশাহীতে ইকবাল জাফর শরীফ (২৪) নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। শুক্রবার (২২ জানুয়ারি) রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ইকবাল জাফর শরীফ রাজশাহীর বেসরকারি বারিন্দ মেডিকেল কলেজের এমবিবিএস পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের শ্মশানঘাট এলাকার মোজাম্মেল হোসেন পিন্টুর ছেলে।

ইকবাল জাফর শরীফ কলেজের বিদেশি শিক্ষার্থীদের ছাত্রাবাসের পঞ্চম তলার বি-২ কক্ষে থাকতেন। সেখানেই আত্মহত্যা করেন তিনি। এ নিয়ে রাতে নগরীর চন্দ্রি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা জানান, রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেওয়া হয় রামেক হাসপাতাল মর্গে।এ নিয়ে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

বারিন্দ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বি কে দাম বলেন, করোনার কারণে ওই শিক্ষার্থী নিজ দেশেই ছিলেন। সম্প্রতি বাংলাদেশে এসে ঢাকায় এক বন্ধুর কাছে ছিলেন। গত বুধবার (২০ জানুয়ারি) তিনি রাজশাহী এসে ছাত্রাবাসে ওঠেন। হোস্টেলে আগে প্রতি কক্ষে দুইজন বিদেশি শিক্ষার্থী থাকলেও করোনা সংক্রমণের কারণে একজন করে রাখা হচ্ছে। 

অধ্যক্ষ আরও বলেন, সন্ধ্যার পর শিক্ষার্থীরা অনেকেই বাইরে যান। রাতে ফিরে তারা শোওয়ার ঘরে ইকবালকে সিলিং ফ্যানে ঝুলতে দেখেন। এরপর তারাই মরদেহ নামিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই শিক্ষার্থী মানসিক অবসাদে  ভুগছিলেন বলে দাবি করেন অধ্যক্ষ। তিনি বলেন, দুবার তাকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়। তার আত্মহত্যার বিষয়টি ভারতে তার স্বজন এবং রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ে জানানো হয়েছে।

এসপি