যশোরের শার্শার নিমাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে বহিষ্কার হওয়া আওয়ামী লীগ নেতাকে নৌকার মনোনয়ন দেওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সোমবার (২৫ অক্টোবর) দুপুরে যশোর প্রেসক্লাবে এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী।

এ সময় তারা অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য প্রভাব খাটিয়ে আব্দুল ওহাবকে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দিয়েছেন। একই সঙ্গে তারা আব্দুল ওহাবের মনোনয়নপত্র বাতিল করে ইউনিয়ন আওয়ামী লীগের প্রকৃত ব্যক্তিকে নৌকা বরাদ্দ দেওয়ার দাবি জানান তারা।

গত (২৩ অক্টোবর) শুক্রবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রার্থী ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এতে নিজামপুরে নৌকার প্রার্থী করা হয়েছে আব্দুল ওহাবকে। তিনি গত ২০১৬ সালে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে দল থেকে বহিষ্কার হন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সেলিম রেজা বিপুল।

তিনি বলেন, ২০১৬ সালে ইউপি নির্বাচনে সেলিম রেজা বিপুল নৌকা প্রতীক বরাদ্দ পান। কিন্তু তার বিরোধিতা করেন স্থানীয় সংসদ সদস্য (যশোর-১) শেখ আফিল উদ্দিন। জামায়াত-বিএনপির সঙ্গে আঁতাত করে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ জয়ী হন। ওই নির্বাচনে সরাসরি নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে নৌকার পরাজয়ে ভূমিকা রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। এ জন্য যশোর জেলা আওয়ামী লীগ থেকে ওই সময় আব্দুল ওহাবকে বহিষ্কার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সেই আব্দুল ওহাবকে এবারের নির্বাচনে দলীয় (নৌকা) মনোনয়ন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট বার্তা থাকার পরও একজন বহিষ্কৃত নেতাকে দলীয় মনোনয়ন দেওয়ায় নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল ওহাব মোবাইল ফোনে ঢাকা পোস্টের কাছে দাবি করেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দল তাকে মনোনয়ন দিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব সরদার, সাবেক সহসভাপতি ও বর্তমান সদস্য আব্দুল হাই দফাদার, আইন বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে যশোরের শার্শার উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জাহিদ হাসান/এনএ