শায়েস্তাগঞ্জে ৪৫ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪৫ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহায়তায় উপজেলা প্রশাসন চার লাখ টাকায় শায়েস্তাগঞ্জের ৪৫ জন ভিক্ষুকের মধ্যে ৯ জনকে একটি করে সেলাই মেশিন, ৯ জনকে ১২টি করে মুরগি ও ২৭ জনকে একটি করে ছাগল প্রদান করেছে। প্রত্যেকেকে নগদ অর্থও দেয়া হয়েছে। 

সোমবার (২৫ জানুয়ারি) শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু জাহির ভিক্ষুকদের মাঝে এসব বিতরণ করেন। 

এ সময় সংসদ সদস্য মো. আবু জাহির বলেন, আগে কোনো সরকার অসচ্ছল মানুষের কথা চিন্তা করেনি। কিন্তু বর্তমান সরকার দেশের দরিদ্র মানুষদের এগিয়ে নিচ্ছে। দেশজুড়ে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও স্বামী নিগৃহীতাদের ভাতা দেয়া হচ্ছে। কর্মহীনদেরকে আত্মকর্মসংস্থানের আওতায় নিয়ে আসা হচ্ছে। ভিক্ষুকদের যেন মানুষের নিকট হাত পাততে না হয়, সেজন্য তাদেরকে গবাদিপশু প্রদানসহ কর্মংস্থানের সুযোগ করে দেয়া হচ্ছে।
 
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হোসাইন মো. আদিল জজ মিয়া, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার, ইউপি চেয়ারম্যান মো. মুখলিছ মিয়া প্রমুখ।

আরএআর