নোয়াখালীতে ব্যবসায়ীকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড
নোয়াখালীর চাটখিলে মৎস্য ব্যবসায়ী পূর্ণ চন্দ্র দাসকে গলা কেটে ও কুপিয়ে হত্যা মামলায় বিধান চন্দ্র দাসকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত বিধান চন্দ্র দাস চাটখিল উপজেলার মধ্য দশঘরিয়া দাস বাড়ির নেপাল চন্দ্র দাসের ছেলে। নিহত পূর্ণ চন্দ্র দাস ও বিধান চন্দ্র দাস সম্পর্কে চাচা ভাতিজা।
বিজ্ঞাপন
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল।
আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ১০ জানুয়ারি দুপুর পৌনে ১২টার দিকে দশঘরিয়া বাজারে মাছ বিক্রি করছিলেন পূর্ণ চন্দ্র দাস। এ সময় হঠাৎ পেছন থেকে এসে একটি ছুরি দিয়ে পূর্ণ দাসের গলা কেটে দেন বিধান চন্দ্র দাস। এরপর তিনি পূর্ণের বুকে ও পিঠে আরও দুটি কোপ দেন।
বিজ্ঞাপন
এ সময় বাজারে উপস্থিত লোকজন বিধানকে আটক করে পুলিশে সোপর্দ করে। আহত পূর্ণকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী পলি চন্দ্র দাস বাদী হয়ে চাটখিল থানায় একটি হত্যা মামলা করেন।
এ মামলায় বিধানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালেলে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। এ ঘটনায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
আইনজীজী গুলজার আহমেদ জুয়েল বলেন, আসামি বিধানের উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক হত্যার ঘটনায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পরে আসামিকে জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
হাসিব আল আমিন/এনএ