সাড়ে ৫ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ফাইল ছবি
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) ভোর ৬টা থেকে এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে নদীতে ঘন কুয়াশার কারণে ফেরির দিক-নির্দেশনামূলক বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নদীতে কুয়াশা কেটে যাওয়ায় বুধবার (২৭ জানুয়ারি) ভোর ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়। মঙ্গলবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
তিনি আরও বলেন, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ফেরিঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন নৌপথ পারাপারের অপেক্ষায় রয়েছে। এ সকল যানবাহনগুলোকে সিরিয়াল অনুয়ায়ী ঘাট পারাপার করা হচ্ছে। তবে কিছুদিন ধরে রাতে ফেরি বন্ধ থাকায় যানবাহন চালক, শ্রমিক ও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিজ্ঞাপন
সোহেল হোসেন/এসপি