নোয়াখালীতে দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচন সফল করায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে নোয়াখালী জেলা পুলিশ। 

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশলাইন্সে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

এ সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্য, গান প্রভৃতি উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে রাখে নোয়াখালী জেলা পুলিশের শিল্প গোষ্ঠীর সদস্যরা ও আমন্ত্রিত অতিথি শিল্পীরা। এ সময় দর্শকসারিতে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ করতালির মাধ্যমে নৃত্য, গান প্রভৃতিকে স্বাগত জানায়।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, পুলিশের বিরতি নেই। সবাই দিন-রাত পরিশ্রম করছে। নির্বাচনে পুলিশ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। সকলের পরিশ্রমের ফলে আমরা একটা মডেল নির্বাচন উপহার দিয়েছি। সবাইকে রিফ্রেশ দেওয়ার জন্য এই আয়োজন করেছি। 

মো. শহীদুল ইসলাম আরও বলেন, আগামীতে আমাদের কাজ করতে হবে। এই রিফ্রেশ থেকে আমরা আরও বেশি কাজ করব। কর্মস্থলে বেশি সময় দিব। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। 

এ সময় এসএম রোকন উদ্দিন (কমান্ডেন্ট পিটিসি ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ), জেলা প্রশাসক মো. খোরশেদ আলম খানসহ জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

হাসিব আল আমিন/আরআই