কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টু

রাত পোহালেই সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। এরই মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টু নিখোঁজ হয়েছেন। ডিবি পুলিশ পরিচয়ে আমিনুর রহমানকে ‍তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। 

তবে ডিবি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে তারা কিছুই জানেন না। স্বজনদের অভিযোগ ভিত্তিহীন। আমিনুর রহমানকে ‍তুলে নেয়নি ডিবি।

কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টুর ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান বলেন, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকে কে বা কারা ভাইকে তুলে নিয়ে গেছেন। তুলে নেওয়ার সময় ডিবি পুলিশ পরিচয় দিয়েছে। 

তিনি বলেন, শুক্রবার (২৯ জানুয়ারি) রাত ৮টা পর্যন্ত তার সন্ধান পাইনি আমরা। মোবাইল নাম্বার বন্ধ রয়েছে তার। ঘটনাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে জানানো হয়েছে। কলারোয়া পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ভাইকে তুলে নেওয়া হয়েছে। ভাই নিখোঁজ হওয়ায় বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ঘটনাটি পুলিশ সুপারকে জানানো হয়েছে। পুলিশ সুপার বলেছেন খোঁজ করছেন; সন্ধান পেলেই আমাদের জানাবেন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক চন্দন বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। উপজেলা চেয়ারম্যান আমিনুর রহমান লাল্টু মাঠে থাকলে আওয়ামী লীগ ভোট কারচুপি করতে পারবে না বিধায় ডিবি পুলিশ দিয়ে তুলে নিয়ে গেছে। জোরপূর্বক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে নির্বাচন থেকে সরানো হয়েছে। সুষ্ঠু নির্বাচনের কোনো লক্ষণ আমরা দেখছি না।

আমিনুর রহমানকে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন চৌধুরী বলেন, আমরা কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যানকে আটক করিনি। যারা অভিযোগ করছেন ডিবি পুলিশ তুলে নিয়েছে; তাদের অভিযোগের সত্যতা নেই।

প্রসঙ্গত, শনিবার সকাল ৮টা থেকে কলারোয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন মনিরুজ্জামান বুলবুল, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে শরিফুজ্জামান তুহিন ও বিএনপির স্বতন্ত্র প্রার্থী হয়ে জগ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন সাবেক মেয়র আক্তারুল ইসলামের স্ত্রী নারগিস সুলতানা। 

এরই মধ্যে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাজেদুর রহমান খান মজনু। 

আকরামুল ইসলাম/এএম