ফাইল ছবি

গাজীপুরে ট্রাকচাপায় চালক ও অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর ভোগড়া এলাকায় ঢাকা-বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক আনিসুর রহমান (৩৫) নীলফামারীর ডোমার থানার চিলাহাটি গ্রামের তফিজুল ইসলামের ছেলে । বাকি ২ যাত্রীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের আনুমানিক বয়স ৩০ থেকে ৩৫ বছর। নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেট্রোপলিটন বাসন থানার ওসি রফিকুল ইসলাম বলেন, একটি অটোরিকশা যাত্রী নিয়ে উল্টোপথে ভোগড়া বাইপাস মোড়ের দিকে যাচ্ছিল। এ সময় টাঙ্গাইলগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে ট্রাকের নিচে চাপা পড়ে চালকসহ ৩ জন মারা যায়। পরে পুলিশ চালকসহ ট্রাকটি আটক করলেও হেলপার পালিয়ে যায়।

এমএসআর