দুর্গাপুর পৌরসভায় নৌকার জয়
আলা উদ্দিন আলাল
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আলা উদ্দিন আলাল বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ১১ হাজার ১২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জামাল উদ্দিন মাস্টার পেয়েছেন ১ হাজার ৯১৫ ভোট।
এ ছাড়া সিপিবি প্রার্থী শামছুল আলম খান পেয়েছেন ৫৫০ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ আব্দুল মান্নান হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩১ ভোট।
বিজ্ঞাপন
শনিবার (৩০ জানুয়ারি) রাতে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।
তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ এবং মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ২০ হাজার ১৯ জন। এরমধ্যে ১৪ হাজার ৭৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জিয়াউর রহমান/এমএসআর