রহনপুরে বিদ্রোহী প্রার্থী ৫৬৫ ভোট বেশি পেয়ে জয়ী
মতিউর রহমান মতি
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান মতি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাসের থেকে ৫৬৫ ভোট বেশি পেয়ে তিনি নির্বাচিত হন।
শনিবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০ টায় রহনপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী মতিউর রহমান মতি চামচ প্রতীকে ৭৬২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী বিশ্বাস পেয়েছেন ৭০৬২ ভোট।
এছাড়া বিএনপির ধানের শীষের প্রার্থী তারিক আহমেদ ২৮৮০ ভোট এবং বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী জগ প্রতীকে আশরাফুল ইসলাম ৩২০৫ ভোট ও নারকেল গাছ প্রতীকে ডা. মফিজ উদ্দিন ১০৭৬ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন
এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী মোবাইল প্রতীকে ৮৩ ভোট ও বাংলাদেশ কংগ্রেস দলের প্রার্থী ডা. জোহানা খাতুন ফ্রেডিক ডাব প্রতীকে পেয়েছেন ৫০ ভোট।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর সর্মথকদের উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেড় ঘণ্টা ফলাফল ঘোষণা বন্ধ রাখেন নির্বাচন অফিস।
নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। রহনপুর পৌরসভার মোট ভোটার ২৭ হাজার ৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১৮৪ জন ও নারী ভোটার ১৩ হাজার ৯১৩ জন।
জাহাঙ্গীর আলম/এসপি