ফারুক হোসেন ও শহিদুজ্জামান সেলিম

ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ফারুক হোসেন ও কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান সেলিম নির্বাচিত হয়েছেন।

নৌকার প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ৭ হাজার ৩৪৭ ভোট। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাইফুল ইসলাম টিপু মল্লিক জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৯১৩ ভোট।

অন্যদিকে, কোটচাঁদপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুজ্জামান সেলিম পেয়েছেন ৮ হাজার ৩৪২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীর্ষের প্রার্থী সালাউদ্দিন বুলবুল সিডল পেয়েছেন ৭ হাজার ১২৮ ভোট। 

জেলা নির্বাচন কর্মকর্তা রোকুনুজ্জামান জানান, হরিণাকুণ্ডুতে আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন ও কোটচাঁদপুরে স্বতন্ত্র প্রার্থী শহিদুজ্জামান সেলিম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

ঝিনাইদহের এই দুটি পৌরসভায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। কোটচাঁদপুরে শান্তিপূর্ণভাবে ভোট হলেও হরিণাকুণ্ডুতে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোটগ্রহণ শেষ হয়।

আব্দুল্লাহ আল মামুন/এসপি