ফাইল ছবি

ফেনী পৌর নির্বাচনে ৯টি কেন্দ্রে কোনো ভোট পায়নি বিএনপি মনোনীত প্রার্থী আলাল। বাকী ৪১টি কেন্দ্রে পেয়েছেন মাত্র ১ হাজার ৯৪৯ ভোট। প্রতিকেন্দ্রে গড়ে বিএনপি প্রার্থী পেয়েছেন ৪৪টি ভোট।

ফেনী পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহদেবপুর খায়রুল এসহাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরিঞ্চি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (১, ২), বারাহিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিপাল সরকারি কলেজ, দক্ষিণ চাড়িপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফেনী পৌর বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে বিএনপি প্রার্থী আলাল ভোটের খাতা খুলতেই পারেননি। 

অপরদিকে, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্বপন মিয়াজী পেয়েছেন ৬৯ হাজার ৩০৯ ভোট। নির্বাচনে মোট ভোট পড়েছে ৭২ হাজার ৬৭৩ ভোট, বাতিল হয়েছে ৬১৪ ভোট। ভোটগ্রহণ হয়েছে ৭৯.২৬ শতাংশ।

শনিবার (৩০ জানুয়ারি) রাতে জেলা নির্বাচন কার্যালয়ের হলরুমে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নাসির উদ্দিন পাটোয়ারি।

বহিরাগতদের দ্বারা কেন্দ্র দখল, এজেন্টদের মারধর করে বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা প্রধানের অভিযোগ করে দুপুরে ভোট বর্জন করেন বিএনপি প্রার্থী। 

বিএনপির মেয়র প্রার্থী আলাল উদ্দিন আলাল বলেন, ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। রাতেই বিভিন্ন ভোটকেন্দ্রে অবস্থান নেয় বহিরাগত সন্ত্রাসীরা। দিনে কেন্দ্র দখল করে তারা জাল ভোট দেয়। কারচুপির এ নির্বাচন আমরা মানি না। আমরা ভোট বাতিল করে পুনঃনির্বাচনের দাবি করছি।

হোসাইন আরমান/এসপি