দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশা

শেরপুর সদরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (৩১ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নলজোড়া গ্রামের রোকসানা (৩০), একই উপজেলার চাঁদগাঁও গ্রামের মো. সেলিম (২৫), তিনআনি ঘুটুরা পাড়া গ্রামের আবদুল মান্নান (৫৮) ও অজ্ঞাতনামা এক পুরুষ (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি ঝিনাইগাতী থেকে শেরপুরে যাচ্ছিল। সদর উপজেলার মির্জাপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। গুরুতর আহত হন তিনজন। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি আরও বলেন, এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। সড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। 

জাহিদুল খান/এসপি