দেশে আসা শিশুসহ ১২ বাংলাদেশি

৩ বছর আগে ভারতে পাচার হওয়া শিশুসহ ১২ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত দিয়েছে ভারত। শনিবার (৩০ জানুয়ারি) শনিবার সন্ধ্যায় দিকে ভারতের পেট্রাপোল পুলিশ ইমিগ্রেশন বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের কাছে তাদের হস্তান্তর করে। পরে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশন তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ফেরত দেওয়া ১২ বাংলাদেশির মধ্যে তিনজন নারী, সাতজন কিশোর, দুইজন শিশু রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরত আসা বাংলাদেশি হলো বাগেরহাট জেলার শাফিকুল ইসলাম, রুবাইয়া ফারজানা, সাইফুল হাওলাদার রাকিব, আরিফ সিকদার, সাদ্দাম শেখ, রাহিলা বেগম, আছমা খাতুন, আইশা খাতুন, খুলনা জেলার কাকুলি খাতুন, শাহিনশাহ কাজি, বরগুনা জেলার মৌসুমি বেগম ও ইসমাইল খান।

বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভালো কাজের প্রলোভন দেখিয়ে এই ১২ শিশু-কিশোর ও নারীকে বাগেরহাটের শরণখোলা এলাকার হাবিব খান নামে এক দালাল ভারতের ব্যাঙ্গালুরে নিয়ে গিয়েছিল। সেখানে নিয়ে তাদের দিয়ে পাথর ভাঙার কাজ দেয়। তাদের কাজের বিনিময়ে শুধু থাকতে ও খেতে দিত। তাছাড়া কোনো টাকা দিতো না। এভাবে ছয় মাস কাজ করার পর ব্যাঙ্গালুর পুলিশ তাদেরকে আটক করে। 

পরবর্তীতে তালাশ নামের একটি এনজিও সংস্থা ছাড়িয়ে নিয়ে তাদের কাছে রাখে এবং আজ তাদের দেশে ফেরত পাঠিয়েছে। পরে তাদেরকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করে। আনুষ্ঠানিকতা শেষে এদের জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামে দুটি এনজিও সংস্থা গ্রহণ করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।

জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রোগ্রামার অফিসার এবিএম মুহিত হোসেন জানান, আমরা ছয়জন ও রাইটস যশোর ছয়জনকে গ্রহণ করেছি।

জাহিদ হাসান/এমএসআর