মুন্সিগঞ্জে ফের নৌকার মাঝি হলেন ফয়সাল
হাজি মো. ফয়সাল বিপ্লব
মুন্সিগঞ্জে ১০ গুণ বেশি ভোট পেয়ে আবার পৌর মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের হাজি মো. ফয়সাল বিপ্লব। তিনি পেয়েছেন ২৭ হাজার ২৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৬০৪ ভোট।
এছাড়া ইসলামি শাসনতন্ত্র অন্দোলনের প্রার্থী আ. রাজ্জাক পেয়েছেন ৮৬৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান ৭৯৫ ভোট এবং অপর স্বতন্ত্র প্রার্থী এমএ কাদের মোল্লা পেয়েছেন ২৯৮ ভোট।
বিজ্ঞাপন
মুন্সিগঞ্জ সহকারী রিটার্নিং অফিসার মো. বদরুদ্দোজা শনিবার (৩০ জানুয়ারি) রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র হলেন হাজি মো. ফয়সাল বিপ্লব।
এছাড়া ৯ ওয়ার্ডে বিজয়ী কাউন্সিলররা হলেন- ১ নম্বর ওয়ার্ডে খায়রুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে সোহেল রানা রানু, ৩ নম্বর ওয়ার্ডে হাজী মকবুল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান স্বপন, ৬ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তার মুন্সী, ৭ নম্বর ওয়ার্ডে শফিকুল হাসান তুষার, ৮ নম্বর ওয়ার্ডে আওলাদ হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের সাজ্জাত হোসেন সাগর।
বিজ্ঞাপন
১, ২, ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর হলেন নার্গিস আক্তার, ৭, ৮, ৯ নম্বরে ওয়ার্ডে রুমা বেগম এবং ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে পারভীন আক্তার নির্বাচিত হয়েছেন।
শনিবার দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং অফিসার আরিফুল হক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
এবার পৌরসভায় ২৫টি ভোটকেন্দ্রের ১৫০টি বুথে ৫৩ হাজার ৩৭৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩২ হাজার ২৪৪ জন ভোটার। নির্বাচনে ৯টি সাধারণ ওয়ার্ডে ৪০ জন পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে ৯ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ব.ম শামীম/এসপি